সৌরভ বিশ্বাস
দ্য রিভলভিং স্টেজ
অসংখ্য দর্শক
কিন্তু কেউ চেয়ারে বসে পার্ফরমেন্স দেখছে না
অথচ
অডিটরিয়াম ভর্তি দর্শক।
ব্যালকনিতে গিরিশ বিনোদিনী শিশির অজিতেশ শম্ভু তৃপ্তি - কে না নেই;
মৃতেরা ব্যালকনিতে।
দর্শকের মধ্যে মা বাবাও রয়েছে।
মঞ্চে আমি একা
প্রতিটি মেকআপহীন দর্শকও
আমার সঙ্গে অভিনয়রত
প্রয়োজনে মঞ্চে ওঠে
আর
নামে
তাহলে আমি মঞ্চে স্থায়ী কেন!
'প্রতিটি দর্শকের সমালোচনার অভিনেতা হিসেবে' -
কথাগুলি ভেসে এল ব্যালকনি থেকে।
অপমান
বিদ্রুপ
অবজ্ঞা
এক একটি তির্যক মন্তব্য
আমাকে লক্ষ্য করে ছুঁড়ছে দর্শকেরা।
সমালোচনার বাণে যখন আক্রান্ত;
ভোরের সূর্য ওঠার মতো
দু'জোড়া হাততালির শব্দ শুনতে পাই।
দেখি ব্যালকনির প্রতিটি মুখে অভিজ্ঞতার হাসি।
'এই পৃথিবী বিরাট এক রঙ্গমঞ্চ'
দ্য রিভলভিং স্টেজ।