বিদ্যুৎ মিশ্র
কান্না
এইতো সবে ফুলগুলো সোনালী রোদ পেয়ে
মাথা তুলে অভিবাদন জানিয়েছিল।
এইতো সবে শিশির ভেজা ঘাসে
ছড়িয়ে পড়েছিল মুক্তোর রাশি
এই তো সবে কখন যেন ফেরিঘাটে
প্রথম হুইসেল শোনা পেয়ে
তড়িঘড়ি রাস্তার দিকে ছুটে ছিল
গার্হস্থ্য বাড়ির কর্তা ।
এইতো সবে কখন যেন
আলো আলো বলে চিৎকার করেছিল
দশ বছরের বাচ্চাটি ।
সংবাদ পত্রের একটা কোণায় ছাপা হয়েছিল
সর্ট সার্কিট আর দাউ দাউ আগুন।
এইতো কবে যেন শ্মশান ঘাটে
জমা হয়েছিল একটু ভিড় আর কিছু কান্না।
ব্যবধান
তবুও আলোরেখা পার করে আমরা হেঁটে যাই
আবহমান নতুন গন্তব্যের পথে
ফেলে আসি কত স্বপ্ন, কত দীর্ঘশ্বাস চেনা মুখ
আর পরিচিত গণ্ডি এবং
তার মাঝে খুঁজে পাই নিজের অস্তিত্ব।
আলোর সন্ধানে ক্রমশ আমরা
অন্ধকারে বিলীন হতে থাকি দূরে
যখন আরো একটু উজ্জ্বল আভাস
আমাদের মরীচিকার মতো কাছে ডাকে
আমরা ভুলে যাই পারস্পারিক সম্পর্ক বোধ।
এ কোন সময়ে আমরা
নিজেদের মধ্যে খুঁজে বেড়াই যাবতীয় ব্যবধান।
লোডশেডিং
তবু কাছে আছি, যাবতীয় ব্যবধান দূরে সরিয়ে
নিজেদের নতুন করে পরিবেশন করি,
একটু একটু করে ক্ষয় হয়ে আসা যাবতীয়
সম্পর্কের মধ্যে নতুন আশার আলো দেখতে পাই।
কেউ বোঝেনা, আসলে কেউ বুঝতে চায় না
যেভাবে ফুলের পরাগগুলো ছড়িয়ে পড়ে
লাল নীল সবুজ পাপড়ির মাঝে ।
গড়ে তুলে নতুন সম্পর্ক; আমরা কেউ
নিজেদের সেভাবে মেলে তুলতে পারি না।
যেভাবে পাহাড় থেকে ঝর্না নেমে আসে সমতলে
যেভাবে ফুল থেকে ফল হয়। যেভাবে একটা বীজ
দেখতে দেখতে মহীরুহে পরিণত হয় ।
আমরা ক্রমশ মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি
আমাদের মধ্যেই এত কান্না আমরা দেখতে পাই না,
এ কোন অন্ধকার যুগে বাস করছি
এখানে আলো বলতে শুধুই লোডশেডিং।
আলো
আলো নেই চারিদিকে গুমোট অন্ধকার,
আমাদের চারিদিকে জমা হয় অসম্ভব ধুলো।
দূরে আরো দূরে যখন উড়ে যায় নিশাচর পাখি।
হা হুতাশ করে বসে থাকি শূন্য ফেরি ঘাটে ,
নিজের অজান্তেই যখন বাগানের
সব ফুলগুলি ফুটে ওঠে;আমরা চেয়ে দেখি,
নির্মল নিস্তব্ধ রাতে একটু একটু আলো
ঝরে পড়ে উঠোনের চারপাশে।
অশান্ত মুহূর্ত
আমাদের উঠোনে একটা শিমুল গাছ ছিল
তাই শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল।
অনেকটা কাছের থেকে
ছোটবেলায় সেই ডালে দোলনা বেঁধে
যখন খেলা করতাম।
এভাবেই কেটে গেছে বহু কাল
আমাদের সবচেয়ে প্রিয় ছিল সেই শিমুল গাছটা
সেই শিমুল গাছটা আজও রয়ে গেছে
ছেলেবেলা স্পর্শ অনুভব করতে পারি তার
গায়ে হাত দিয়ে।
বসন্ত এলেই যখন ফুটে উঠত শিমুল ফুল
নতুন করে যৌবন ফিরে পেত।
যত কিছু একান্ত ব্যক্তিগত
আমি মন্ত্রমুগ্ধের মত হাত বাড়াই,
বারবার ছুঁয়ে দেখার চেষ্টা করি আমার ছেলেবেলা
ভোর রাতে আমি উঠে আসি,
তারপর কেটে যায় কত অশান্ত মুহূর্ত ।