শ্রাবন্তী বিশ্বাস
মায়াখেলা
আজ মায়াগাছ বৃদ্ধ –
জীবনের যাবতীয় জরাজীর্ণতা নির্জন ঘরে,
সেই ঘরেই সভ্যতার চূড়ান্ত সিদ্ধান্তগুলো গুটি মেরে আছে।
আয়নাপ্রবণ নক্ষত্রদের দিকে তাকাতেই
তারা আমাকে পথ দেখায় আগামী গন্তব্যের...
আমি শুধু খুঁজে চলি একটা সংকেত!
শেষবারের মতো
সংবেদনশীলতার সাথে একটা হাত যদি বুলিয়ে যেত দুচোখে,
আমি তাহলে কান্নাকে গড়িয়ে দিতাম দরজার নিচে।
লতানো শরীরে অবাধ্য শ্বাসকে জানাতে চাই
একলা রাত সঙ্গী হোক তোমার।
মৃত্যু এসে দখল নিক এই আয়ুষ্মান মায়াখেলায়।