অন্তরা মন্ডল
বন্দী
পায়ের মধ্যে পরাধীনতার শিকল নিয়ে
আজও খুঁজে চলেছি জীবনের ছন্দ,
নির্লিপ্ত চাহনির সংশয় আর জন্মানোর দুর্ভাগ্যে
বিষমাখা শরীর ক্ষতবিক্ষত।
রোজ আঘাত করে বাস্তবতার নগ্নতা
নিঃশব্দে ঘটে চলে রক্তক্ষরণ,
প্রতিটি স্লোগানে আমি অভিযুক্ত
নিয়মের বেড়াজাল বিষণ্ন দিনযাপন।
তবুও গন্তব্যের আশায়-
শুকনো নদীতে ভাসায় ইচ্ছেভেলা,
ব্যর্থ হই মরীচিকার কাছে
বিদ্রুপ করে বাস্তবতা।
মুখোশ
অগুনতি মানুষের ভিড়েও আমরা বড্ড একা
বোবা দর্শকের ন্যায় হৃদয়ে ধরছে ক্ষয়,
বাস্তবতার জগতে পঁচন ধরছে মনুষ্যত্বে
মুখোশের আড়ালে তাদের নিখুঁত অভিনয়।
প্রতারণা আজ যেন নিত্য দিনের সঙ্গী-
বুকের মাঝে বিঁধছে কাঁটা তাই,
আত্মগ্লানিতে ভুগছে নিত্য দিনযাপন
শুন্যহস্তে বিচারদ্বারে প্রায়ই হোঁচট খায়।
হাসিমুখে ঢাকছি রোজ ভগ্ন হৃদয়ের ক্ষত
চোখ বেয়ে বৃষ্টি নামে, প্রতিটা রাত উদ্বিগ্ন,
আবেগী স্রোতে বাঁধ ভাঙে ধৈর্য্যের -
আকাঙ্খাগুলো বড্ড নগণ্য।