দীপ্র দাস চৌধুরী
উপমা
একটু বাঁচার খোঁজে বেড়িয়ে
মৃত্যুর থেকে দু’চামচ জীবন নিয়ে এলাম।
ধারের পরেই ধার, কৃতদাস প্রথাতেই থাকি
থুতু ফেলে পরিচয়, হাসাহাসি দিকভ্রম খেলা
জীবন বুঝেছি যাকে হেলাফেলা দৃষ্টিগোচর
তার কাছে হারানোর নেই কোনও জীবন জোয়ার।
একটু জীবন কিনতে বেড়িয়ে
মৃত্যুর থেকে দু’হাতা ভাত বেশি পেলাম!
সর্বনাশ নাগপাশ ঘিরে ধরে মিথ্যে প্রণয়ে
মিছরির ছুরি আজ দাগ দেয় দৃঢ়
অসুস্থ চারপাশ, ভালবাসা ভেসে যায় জলে
কয়লাখনিতে খুঁজি হীরের উপমা।