নীলম সামন্ত
আস্তিন গোটানোর আগে সাবধান হয়ো
সমস্ত গাঢ়তম সন্ধ্যায়
নিশ্চিন্তে শুয়ে আছি আস্তিনের ভাঁজে
দূর দূর থেকে সংকেত আসে
শহরে আলোর মাত্রা কমে গেছে
এখন ম্যাপল সিরাপের মরশুম
নৌকা ভর্তি কুয়াশা
কুঁকড়ে যাচ্ছো
কুঁকড়ে যাচ্ছে মায়াদেবীর মন্ত্রে উদ্বুদ্ধ ভালোবাসা
কারা যেন ইশতেহারের দিকে তাকিয়ে আছে
অন্ধকারে শান দিই টাটকা পাউরুটির মতো নরম
হৃদযন্ত্র
শুয়ে শুয়ে শুনি
মার্কারি ভেপার আলো চিরে ট্রেন ছুটে যাচ্ছে
হিম জমার শব্দ
সাথে তোমার স্নেহে বন্দী জাফরানি আশ্রয়
এবার থেকে আস্তিন গোটানোর আগে একটু সাবধান হয়ো