গুচ্ছকবিতা - অরিন্দম চট্টোপাধ্যায়

অরিন্দম চট্টোপাধ্যায়
দৃষ্টিপথে

ঘন সবুজ পাতার ভেতর
দিয়ে মিলিয়ে গেল প্রখর সুর্য
পর্ণমোচী বিষাদের মতো

উদাসী হাওয়ায় বনকলমী
জমাট মেঘে জড়ানো পাহাড়
খাতার পাতা উল্টে যাওয়া এক সকাল

দৃষ্টিপথে সমুদ্রফেনার মতো কাশফুল
উড়ে যায় সব রেণু দূরে আরও দূরে
এক উড়াল স্নেহও দূরন্ত পথে আরও দূরে

তবু পথ জুড়ে শুধু এক অবয়ব
ছুঁতে চায় হৃদয়
কিন্তু ঝরে পড়ে শিশির
দীঘি জলে জুড়ে পদ্ম পাতার ওপর
হয়ে ওঠে একেকটা হীরক বিন্দু
যেন আগমনী সুর ছুঁয়ে যায়...



উড়ন্ত ডানার মতো মেঘ

উড়ন্ত ডানার মতো মেঘ
হয়ে আসে ব্যর্থ মুহূর্ত গুলি

কতগুলো বালিহাঁস
আমাদের না দেখা হওয়া বিকেলে

কমলা লেবুর খোসা ছাড়ানোর
মতন ঝলমলে রোদ জড়িয়ে এই ভূমি

নদীচরে লেখা আছে এখনও একটা নাম
কতো জলস্রোত এসেও যে মুছে দিয়ে যায় নি

এক  ক্ষেত্রভূমি জুড়ে
ক্রমবিকশিত নয়নতারা ফুল

সেই ভাঙা প্রাচীরে এখনও চাঁদ হীন রাত নামে
ঋজু বৃক্ষ থেকে সপ্তপর্ণী পাতার মতো ঝরে পড়ে
যত দু:খ স্মৃতিকথা

অত:পর
মনখারাপের মেঘ জমে নির্বাক হয়ে যাই
পা বাড়াই কোন শূন্যলোকের দিকে...



সমাপনে বাতাসে ছাতিম গন্ধ

সমাপনে বাতাসে ছাতিম গন্ধ
উত্তরের বাতাস এর ভেতর
ভাঙা ভাঙা যত স্মৃতিকথা

প্রিয় মুখ স্মৃতির অন্দরে যতটা
হারিয়ে যাওয়া ঠিক যেন ততটাই
একটা মোবাইল নং

একটা নীল গিরিশৃঙ্গ
আকাশ সীমানা ছাড়িয়ে
যতদূর উঁচুতে উঠে যায়
আকাশ ছুঁতে পারার জন্য...
ঠিক ততটা হৃদয় নিঙড়ানো
ভালবাসা যেন ছড়িয়ে যায়...

ঘরে আজ রোদ চুঁইয়ে পড়ছে
দেওয়ালে বন্ধ এসি মেশিন
একটা স্তব্ধতা সমস্ত মেঝে জুড়ে
কী যেন একাকীত্ব
আর কোন দিন কেউ হয়ত
চৌকাঠ পেরিয়ে ঘরেও ঢুকবে না

সমাপনে বাতাসে ছাতিম গন্ধ



স্মৃতিনদী

একাকী স্মৃতিনদীতে
পানসি নিয়ে ভেসে যেতে চাই
নতুন অরুণ আলোয়
বা পড়ন্ত কোন গোধূলি বেলায়

অরণ্যজোৎস্নায় এক পথভ্রমণে
হাঁটতে হাঁটতে কোথাও
চলে যেতে চেয়েছি বহুবার
তবুও পথ হারিয়ে বিভ্রান্ত বার বার

না লেখা কথাগুলো কীভাবে
অদেখা রেখাচিত্র এঁকে যায়
আর তার জন্য তীব্র অন্বেষণে
খুঁজে ফিরি অহরহ
অত:পর ব্যর্থ হয়ে
এক মনখারাপের মেঘ জমে

তবুও এগিয়ে যাই
দিগন্ত পেরোনো কোন ধূ ধূ উপত্যকায়
সেখানে শুধু পেতে চাই অনন্ত আকাশ
আর মিশে যেতে চাই ঐ অসীমে....



অটোওয়ালি

আমার নাম হয়ত হতে পারে
সুমেধা, সুমনা, বা সুলেখা
কিন্তু বাস্তবিকই আমি অটোওয়ালি
টালিগঞ্জ থেকে তারাতলা
সকাল থেকে রাত
আ্যাসফ্লটের ওপর গড়ায় আমার তিন চাকা
পুলিশি শাসনে বা অনুশাসনে
ইউনিয়নের বাধ্যবাধকতায়
এরই ফাঁকে সংসারের টুকিটাকি
এই ধরুন বাচ্চার স্কুল,
বাড়ির লোকের ওষুধ
বা দাম্পত্য কথোপকথন
ও আরও সাতপাঁচ

আমার আকাশ জুড়ে মেঘ ওড়ে
মনোভূমি জুড়ে কখনও খরতাপ
কখনও পলাশ সকাল, কখনও বৃষ্টি রাত
কখনও শীত সন্ধ্যা, কখনও বসন্ত বিকেল
এই ভাবেই বারোমাস আমি ও আমার যাত্রী
আর ট্রিপ শেষে  স্ট্যান্ডে
হয়ে উঠি না নারী হয়ে উঠি পরিপূর্ণ মানুষ
হয়ে উঠতে চাই শ্রেণী উত্তরণের সংগ্রামী সৈনিক

বাস্তবিকই আমার নাম থাকলেও
আমি এই শহরে এক অটোওয়ালি



Author Photo

অরিন্দম চট্টোপাধ্যায়

প্রকাশিত কাব্যগ্রন্থ উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত, জলজ এস্রাজ, অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত, ঈশ্বরকণা ও পৃথিবী, রবীন্দ্রনাথ ও আমি, অলীক স্বপ্ন ও সিল্যুয়েট প্রভূতি। পুরস্কার: সম্প্রতি ধীরা দেবী চক্রবর্তী সম্মাননা ও বিবিধ সম্মাননা।

Post a Comment

যোগাযোগ ফর্ম