কিংশুক চক্রবর্তী
তবুও দেশ
দ্বন্দ্বের মধ্যেই আমার একচালা
জড়িয়ে পড়া জালে যেন
ফড়িঙের ডানা
কিছু খিদে আষ্টেপিষ্টে বেঁধেছে
পেট থেকে বুক পর্যন্ত
দ্বিমাত্রিক চেতনায়
বড় সংকীর্ণ সেই পরিধি
উপেক্ষা করতে চাইছে ডানার যন্ত্রণা
হতে পারে দুয়ো দিচ্ছে
সমাজ কিংবা দেশ
হতাশ হয়ে পড়ছেন দ্বিজেন্দ্রলাল রায়
মুখে চিনি নিয়ে তবু যেন উদাসীন
চলমান পিপীলিকা
যেন কেন নয়
তোয়াক্কা করেছে কে
পপকর্ন সংগ্রহ
যখন রয়ে যায় স্বাদ অভিলাষে
জিভ পুড়ে যায় ক্যারামালাইজেডের রঙে
সেখানে কিসের এত টান