আমার ইচ্ছেগুলো - চন্দ্রশেখর ভট্টাচার্য

চন্দ্রশেখর ভট্টাচার্য
আমার ইচ্ছেগুলো

যদি পারো আমার ইচ্ছেগুলো 
ভালোবেসে ভাসিয়ে দিও
অলোকানন্দা জলে -

প্রতিবাদহীন আমি ভেসে যাবো
ডুবে যাবো । তলিয়ে যাবো ।
সময় ফুরালে। 

যদি দেখ অবাধ্য শ্যাওলার মত 
বেঁচে আছি । ঘুমিয়ে গেছি
তলদেশে -

অন্তর হতে অনুরোধ প্রিয়তমা
আমাকে জাগিয়ে দিও,
আবার ভাসিয়ে দিও অবশেষে ।

যদি দেখ আমার ইচ্ছেগুলো
বুদবুদ হয়ে, কেঁপে কেঁপে 
উঠছে ওপরে -

তুমি তোমার ওরনা দিয়ে
ঢাকা দিও তাকে, লুকিয়ে নিও
সবার অগোচরে ।



Author Photo

চন্দ্রশেখর ভট্টাচার্য

কলকাতা নিউটাউনের বাসিন্দা। কিশোর বয়সে কবিতা লেখার শুরু। দৈনিক স্টেটসম্যান প্রভৃতি পত্রিকাতে প্রকাশিত হয়েছে বেশকিছু কবিতা, গল্প ও প্রবন্ধ। প্রকাশিত কাব্যগ্রন্থ: তোমাকে এবং তোমাকে, একটি ফড়িঙের মৃতদেহ, বসন্ত আসবে বলে, এক ফালি চাঁদ। গল্পগ্রন্থ: বৃষ্টি মুখর দিনগুলি।

Post a Comment

যোগাযোগ ফর্ম