চন্দ্রশেখর ভট্টাচার্য
আমার ইচ্ছেগুলো
যদি পারো আমার ইচ্ছেগুলো
ভালোবেসে ভাসিয়ে দিও
অলোকানন্দা জলে -
প্রতিবাদহীন আমি ভেসে যাবো
ডুবে যাবো । তলিয়ে যাবো ।
সময় ফুরালে।
যদি দেখ অবাধ্য শ্যাওলার মত
বেঁচে আছি । ঘুমিয়ে গেছি
তলদেশে -
অন্তর হতে অনুরোধ প্রিয়তমা
আমাকে জাগিয়ে দিও,
আবার ভাসিয়ে দিও অবশেষে ।
যদি দেখ আমার ইচ্ছেগুলো
বুদবুদ হয়ে, কেঁপে কেঁপে
উঠছে ওপরে -
তুমি তোমার ওরনা দিয়ে
ঢাকা দিও তাকে, লুকিয়ে নিও
সবার অগোচরে ।