তবে কেন - কাব্যপ্রিয় দাস

কাব্যপ্রিয় দাস
তবে কেন

পৃথিবী রোজ ভিজে বিনিদ্র ঝিঁঝিঁ পোকার কাঁন্নায়
আজও জোনাকি মন আঁধারে খুঁজে চলে পথ,
যত্নে ছন্দে সাজাতে চেয়ে 
তবু হায় অতৃপ্ত রয়ে যায় জীবনের কবিতা!

একটা ভালোবাসাময় সুন্দর পৃথিবীর কল্পনায় 
জানি তুমিও স্বপ্ন দেখো রোজ,
যেখানে সব বিভেদের প্রাচীর ভেঙে
এক হবো তুমি আমি আমরা ।

তবে কেন ?
ভালোবাসার দুহাত বাড়িয়ে দিলেই
দুহাতে বিষ তুলে দাও?



Author Photo

কাব্যপ্রিয় দাস

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত ' হরিআঁখি' গ্রামে জন্মগ্রহণ করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 'বাংলা ভাষা'য় স্নাতকত্ব ডিগ্রি অর্জন করেন। বাল্যকাল থেকেই প্রকৃতির সাথে তার  সখ্যতা। সৌগত দাস, কাব্যপ্রিয় ছদ্দনামে মানব মনের গহিনে জমা অনুভূতি ও তার ক্রিয়া-প্রতিক্রিয়া।

Post a Comment

যোগাযোগ ফর্ম