কাব্যপ্রিয় দাস
তবে কেন
পৃথিবী রোজ ভিজে বিনিদ্র ঝিঁঝিঁ পোকার কাঁন্নায়
আজও জোনাকি মন আঁধারে খুঁজে চলে পথ,
যত্নে ছন্দে সাজাতে চেয়ে
তবু হায় অতৃপ্ত রয়ে যায় জীবনের কবিতা!
একটা ভালোবাসাময় সুন্দর পৃথিবীর কল্পনায়
জানি তুমিও স্বপ্ন দেখো রোজ,
যেখানে সব বিভেদের প্রাচীর ভেঙে
এক হবো তুমি আমি আমরা ।
তবে কেন ?
ভালোবাসার দুহাত বাড়িয়ে দিলেই
দুহাতে বিষ তুলে দাও?