অভিজিৎ শেঠ
(১)
তুমি বললে প্রেম,
আমি শুনলাম বিচ্ছেদ।
বিচ্ছেদ হবে না বলে মেনে নিয়েও,
হাজার অজুহাত দেখিয়ে বললে,
ভালো থেকো।
কাহিনির শুরুটা অন্যরকম হলেও,
শেষটা একইরকম ছিল।
ঠিক যেন নক্ষত্রের রুপালি আগুন,
হিরোশিমা নাগাসাকি সবই সম্ভব।
কেবল মানতে মন চায় না,
নিশ্বাস বিশ্বাস ঘুম তিনটেই অবাক করে।
দিকে দিকে উগ্র রসনা বিলাস,
মনকে নাড়া দেয় কিংবা একাকীত্বের গাঢ় ডাক,
থাক এটুকুই সব কথা আবার বলতে নেই।
(২)
বিশ্বাস আছে বলে বোধহয়,
সবকিছু নতুন লাগে।
খুব অগোছালো এলো চুল আঁচড়ে,
যত্নে থাকুক আমার দেওয়া আদর গোলাপ।
হাত ধরে এগিয়ে চলে যাব,
সুদূর প্রসারী ঘন জঙ্গলে।
যেখানে বাঘ আছে, সিংহ আছে,
নেই কোনো মানুষের অযাচিত ডাক।
সিংহভাগ জুড়ে শুধু তুমি আর আমি।
একরাশ বিস্ময়,
ধুলোমাখা হাজার চোরাপথ,
একের পর এক পেরিয়ে এসেছি।
দেখেছি কত ঝড়,
ঝঞ্ঝায় পূর্ণ বিকেল।
আশার নতুন সকালে থেকে যেও একটু,
নতুন স্বপ্নের চরিত্র হয়ে।
(৩)
তুমি তাচ্ছিল্যের সুরে অপমান করে কী বললে,
বললে সকালের খবর পড়ছো,
টক ঝাল মিষ্টি।
ঠিক যেন পায়রার উতলা ডাক,
খুঁটে খাওয়া অভ্যাস।
সেটাও তো নিশ্চয়ই সযত্নে মনে খামবন্দী করে রেখেছ।
দরজা খোলার চাবি খুঁজে বের করে নিয়ে,
একবার মনের কোণে উঁকি দিও।
একগুচ্ছ ভালোবাসা সঙ্গে একরাশ আদর,
তোমার জন্যে রেখে রেখে পচে গেছে।
তুমি উড়ে গিয়ে কার্নিশে বসে,
ঘুড়ি কাটার অপেক্ষা করছো।