কল্লোল বন্দ্যোপাধ্যায়
বাসা
পাখিদের ঘরে ফেরা দেখে দেখে ক্লান্ত আমি
একদিন উড়ে যাই পাহাড়ের ভাঁজে
একদিন বাজের মুখ থেকে ফিরে এসে ঝাউডালে বসি
একদিন আকাশের মতো মুখ ভার করে এসে
সমস্ত বিদ্যুৎ তুমি ভরে নাও চোখে
আমিও নিজের মতো করে ডানা দুটি খুঁজি
যেভাবে সাগর ঘরে ফেরে
জলবিভাজিকা দিয়ে হেঁটে হেঁটে এক বিন্দু ফিরে আসি আমি
দিশি গন্ধরাজ ফুটে আছে তোমার বাগানে
তাই আজ এত জোৎস্না এতটা বিরহ
আমি বিন্দু বিন্দু নিসর্গ জমাই
পাখিদের ভাষা শিখে কাজ কী আমার