বাসা - কল্লোল বন্দ্যোপাধ্যায়

কল্লোল বন্দ্যোপাধ্যায়
বাসা

পাখিদের ঘরে ফেরা দেখে দেখে ক্লান্ত আমি
একদিন উড়ে যাই পাহাড়ের ভাঁজে
একদিন  বাজের মুখ থেকে ফিরে এসে ঝাউডালে বসি 
একদিন আকাশের মতো মুখ ভার করে এসে
সমস্ত বিদ্যুৎ তুমি ভরে নাও চোখে
আমিও নিজের মতো করে ডানা দুটি খুঁজি
যেভাবে সাগর ঘরে ফেরে
জলবিভাজিকা দিয়ে হেঁটে হেঁটে এক বিন্দু ফিরে আসি আমি 
দিশি গন্ধরাজ ফুটে আছে তোমার বাগানে
তাই আজ এত জোৎস্না এতটা বিরহ
আমি বিন্দু বিন্দু নিসর্গ জমাই 
পাখিদের ভাষা শিখে কাজ কী আমার



Author Photo

কল্লোল বন্দ্যোপাধ্যায়

জন্ম: ১৯৫৭। প্রথম কবিতা প্রকাশ দেবকুমার বসুর সময়ানুগ পত্রিকায়। সম্পাদিত পত্রিকা অর্হণ। পনেরোটি কবিতার বই এ যাবৎ প্রকাশিত হয়েছে। মূলত লিটল ম্যাগাজিনে লেখালিখি তবে দু'পাঁচ বার বাণিজ্যিক পত্রিকায় লিখেছেন। প্রাপ্তি গোঁসাই বাগানে তার লেখালিখির ওপর জয় গোস্বামীর আলোচনা।

Post a Comment

যোগাযোগ ফর্ম