সুখের কান্না - সৌরভ চক্রবর্তী

সৌরভ চক্রবর্তী
সুখের কান্না

এখন আর কথা হয়না, দেখাও হয় শুধু যেন খুব বেছে বেছে,
দুরত্ব এখন অনেকটা, আপোষ করে নিয়েছি যত অভিমান লুকিয়ে আছে,
তবুও একটা আশ্বাসহিন, অনুভূতি নিয়ে মন শুধুই ভালবেসে গেছে,
সময়ের সব সুযোগ গুলোকে নিমেষে উড়িয়ে দিয়ে শুধুই ভালবেসে গেছে,
চাওয়া পাওয়ার হিসেব যেখানে আর থাকেনা, ভালোরাখার চেয়ে থাকা ছাড়া দামী যখন কিছুই আর থাকেনা,
মন আজ সেই সীমানার সংলগ্নো এসে, উন্মাদ হয়ে ছুটছে,
নিষেধের বাধা ডোর, কিংবা বিষাদের বুক ভরা যন্ত্রণা
সব আজ দুর্বল হয়ে টুটছে,
ভালবাসা যখন নির্ভর করেনা চোখের দেখার উপর,
দেহের তৃপ্তির উপর, মুখের কথার উপর,বুকের ব্যথার উপর,
যে ভালবাসা শুধুই নিরন্তর নির্ভর থাকে,মনের ভাষার উপর, কিছুই না চেয়ে,শুধুই ভালো চাওয়ার উপর,
সেই ভালবাসাই থাকুক অমর হয়ে,কালের পড়ে কাল, যুগের পড়ে যুগ,
সদাই যেন এতে সকল, প্রাণের মন্থিত সুধার পরশ লাগুক,



Author Photo

সৌরভ চক্রবর্তী

সৌরভ চক্রবর্তী বর্তমান সময়ের একজন জনপ্রিয় কবি ও লেখক। ছবি আঁকতে ভালবাসেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলায় বায়োটেকনোলজি এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছেন। লেখালেখি চলছে।

Post a Comment

যোগাযোগ ফর্ম