খুঁজি প্রত‍্যয় - ইলা সূত্রধর

ইলা সূত্রধর
খুঁজি প্রত‍্যয়

প্রচারে বিমুখ তাই ফিরিয়েছি মুখ
কি হবে সাজিয়ে রেখে এই আয়োজন
কিছুতেই সহমত হওনি তুমি 
তবুও প্রশ্ন... তোমার কি অভিলাষ

যদি বলি পূর্ণতা শূন্য জুড়ে 
যেখানে অভাব রোজ গ্রাস করে ভোর
অবোধ জীবন যেখানে মূল‍্যহীন 
সেখানেই আমাকে আমি উৎসর্গ করি

যদি বলি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে 
জ্ঞান সাগরে কুড়াই নুড়ির কণা 
দুখিনী মায়ের মুখে গর্বের হাসি 
চাইনা বিলাসিতায় প্রলোভিত হোক

চিতার আগুনে পোড়ে রোজকার পাপ
মিডিয়ায় ভাইরাল মেধাহীন মায়া

এই পিঞ্জর আমায় বিবর্ণ করে, তাই
আজ আলো নয় আঁধারেই খুঁজি প্রত্যয়।



Author Photo

ইলা সূত্রধর

জন্ম:১৯৭২ সালের ২৭শে এপ্রিল বাংলাদেশের রাজশাহী জেলার বাসুদেবপুর গ্রামে। বেড়ে ওঠা, পড়াশোনা, সংসার জীবন, স্থায়ী বসবাস দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রকাশিত কাব্যগ্রন্থ - প্রদীপের মতো পোড়ে, একলা আকাশ, ভোরের শুকতারা, ঈশ্বরও একদিন পাপ করে বসে, নৈসর্গিক ব্যালকনি।

Post a Comment

যোগাযোগ ফর্ম