ইলা সূত্রধর
খুঁজি প্রত্যয়
প্রচারে বিমুখ তাই ফিরিয়েছি মুখ
কি হবে সাজিয়ে রেখে এই আয়োজন
কিছুতেই সহমত হওনি তুমি
তবুও প্রশ্ন... তোমার কি অভিলাষ
যদি বলি পূর্ণতা শূন্য জুড়ে
যেখানে অভাব রোজ গ্রাস করে ভোর
অবোধ জীবন যেখানে মূল্যহীন
সেখানেই আমাকে আমি উৎসর্গ করি
যদি বলি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে
জ্ঞান সাগরে কুড়াই নুড়ির কণা
দুখিনী মায়ের মুখে গর্বের হাসি
চাইনা বিলাসিতায় প্রলোভিত হোক
চিতার আগুনে পোড়ে রোজকার পাপ
মিডিয়ায় ভাইরাল মেধাহীন মায়া
এই পিঞ্জর আমায় বিবর্ণ করে, তাই
আজ আলো নয় আঁধারেই খুঁজি প্রত্যয়।