জয়াশিস ঘোষ
কাঁটাতার
ওদিকে যেওনা বলে যে প্রেমিক বারণ করেছিল
আমি তার ও তোমার মাঝে কাঁটাতার বিছিয়ে দিয়েছি —
দেখে নাও সন্ধ্যারাত। আলো জ্বালো বিরহের মত
ম্রিয়মান বাতিরাগ। যেখানে কাঁটারা ফুটেছে 
এক পা দুই পা করে তুমি এসে দাঁড়িয়েছ অক্ষর পাড়ে—
আমি তো বাঁধিনি তোমায়,  কেন তুমি জড়ালে আঁধারে?
 
 
 
  
  
  
  
  
  
  
 