জন্মকথা - মামনি সরকার

মামনি সরকার
জন্মকথা

১.
মৃত্যু খাদানে শুয়ে আছি বহুকাল হলো
 দানবীয় দাপাদাপিতে
              আড়ষ্ট হয়ে আসে প্রশ্বাস

যদি পারো ,
এক চাঁই বরফ এনে রেখো এই বুকে

সন্ধ্যা রঙ্গা ফুল খসে পড়ুক
বিগত জন্মের সমিধে


২.
ঘরের ভিতর আলো নেই , অথচ
অন্ধকারে প্রহেলিকার ছায়া মিশ্রণ

                 হে প্রভু , 
শামুক অস্তিত্বের প্রলুব্ধতায় 
একফোঁটা শুশ্রূষা দাও
বিবর্ণ আয়ু চন্দনে


৩.
আমাদের ভিতর বাস করে
 অভিমানিনী পাহাড়,
স্রোতস্বিনী ঋতবাক ,
কিংবা এক বৃদ্ধ সারমেয় ;

আর কিছু গুচ্ছ ভালোবাসা -
যার কান্ডকে ভর করে দাঁড়িয়ে থাকে 
                 সমগ্র জগৎ সংসার !



Author Photo

মামনি সরকার

মামনি সরকার বর্তমান সময়ের একজন বিশিষ্ট কবি। বাসস্থান বালুরঘাট। লিখেছেন একাধিক পত্র-পত্রিকায়। মামনির লেখা মানব অবস্থার অন্বেষণ করে, প্রেম, ক্ষতি, আশা এবং আত্ম-আবিষ্কারের বিষয়গুলি অনুসন্ধান করে। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ, 'দগ্ধ ঘরের আঁকশি'।

Post a Comment

যোগাযোগ ফর্ম