মামনি সরকার
জন্মকথা
১.
মৃত্যু খাদানে শুয়ে আছি বহুকাল হলো
দানবীয় দাপাদাপিতে
আড়ষ্ট হয়ে আসে প্রশ্বাস
যদি পারো ,
এক চাঁই বরফ এনে রেখো এই বুকে
সন্ধ্যা রঙ্গা ফুল খসে পড়ুক
বিগত জন্মের সমিধে
২.
ঘরের ভিতর আলো নেই , অথচ
অন্ধকারে প্রহেলিকার ছায়া মিশ্রণ
হে প্রভু ,
শামুক অস্তিত্বের প্রলুব্ধতায়
একফোঁটা শুশ্রূষা দাও
বিবর্ণ আয়ু চন্দনে
৩.
আমাদের ভিতর বাস করে
অভিমানিনী পাহাড়,
স্রোতস্বিনী ঋতবাক ,
কিংবা এক বৃদ্ধ সারমেয় ;
আর কিছু গুচ্ছ ভালোবাসা -
যার কান্ডকে ভর করে দাঁড়িয়ে থাকে
সমগ্র জগৎ সংসার !