অর্ঘ্য দত্ত
বাগান
ছায়াময় পথে ঘেরা, সে আমার নিজস্ব বাগান
শর্তহীন মালিকানা; যেখানে পথিক কেউ নেই,
শুধু আমি ফুল পড়ি, পাতা পড়ি একা... মাঝেমাঝে
পাগলা বাতাস এলে উড়ে আসে শুকনো খড়কুটো
সেই সব আর্দ্র দিনে চুপ করে বসে
অপেক্ষায় থাকি; যদি একবার প্রবল বর্ষণ...
ভিতর ভিজলে দূর দেবদারু গাছ ছুঁয়ে আলো
বুকের মুখের 'পরে ঝিলিমিলি ফের
প্রজাপতি ওড়ে আর, টুপটাপ পাতা ঝরে পড়ে
সমস্ত বাগিচা জুড়ে বেজে ওঠে সুর
পুষ্প-গন্ধে ছেয়ে যায় মৃদুভাষী আমার বাগান...