দহন - দেবশ্রী দে

দেবশ্রী দে
দহন

দগ্ধ অশ্বত্থের হৃদয়ে
রেখেছি তোমার ইতিহাস, প্রিয়তম 

আমাদের পৃথিবীতে অন্ধকার নীল পরিচয়ে 

হেঁটে গেছে যতগুলি পা এই পথ ধরে 
সংখ্যা নেই আছে দাগ 

আমাদের পৃথিবীতে লীন হয়ে গেছে, কবেকার
আমাদের দু'জনের ঘুমও 
অশ্বত্থ গাছের মতো চারিয়ে দিয়েছি, আর 

কখন কোথায় যেন মাথায় মাথায় 
                                          বাজ পড়ে গেছে



Author Photo

দেবশ্রী দে

স্কুল এবং কলেজজীবনে লেখালিখির সঙ্গে যুক্ত থাকলেও ২০২১-২২ থেকে লিটল ম্যাগাজিনের মাধ্যমেই সাহিত্যের মূলস্রোতে প্রবেশ করেছেন। কবিতা নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। প্রথম কাব্যগ্রন্থ— 'গার্জিয়ান কল'। এরপর প্রকাশিত হয় 'লাইন ওভার লাইন' এবং 'কয়েকটি বিশুদ্ধ প্রলাপ'।

Post a Comment

যোগাযোগ ফর্ম