দেবশ্রী দে
দহন
দগ্ধ অশ্বত্থের হৃদয়ে
রেখেছি তোমার ইতিহাস, প্রিয়তম
আমাদের পৃথিবীতে অন্ধকার নীল পরিচয়ে
হেঁটে গেছে যতগুলি পা এই পথ ধরে
সংখ্যা নেই আছে দাগ
আমাদের পৃথিবীতে লীন হয়ে গেছে, কবেকার
আমাদের দু'জনের ঘুমও
অশ্বত্থ গাছের মতো চারিয়ে দিয়েছি, আর
কখন কোথায় যেন মাথায় মাথায়
বাজ পড়ে গেছে