মহাশয় - সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়

সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়
মহাশয়

বুকের যে দিকটা ব্যথা 
সেখানে কারোর হাত পড়ে না 
ঝড়ের হাওয়া ছড়ানো গৃহস্থ গন্ধ 
বড় প্রিয় এখন
ভাঙা মন,ফেটে যাওয়া বিশ্বাস 
মেঘলা আকাশের কথা বলে
আলো মানুষদের দেখি
সন্ধের দিকে হেঁটে যায়...

এখন উপেক্ষা পেলে মাটিতে শুই 

ইদানিং আর কষ্ট দেয় না শরীর




Author Photo

সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়

সাংবাদিকতায় স্নাতকোত্তর। নৃত্যগীতচর্চা ও তালিমের মধ্য দিয়ে বেড়ে ওঠা। তাঁর লেখা কবিতায় প্রেম ও প্রকৃতির পাশাপাশি উঠে আসে সামাজিক বিভিন্ন দৃশ্য। তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়েছে একাধিক পত্রিকায়। ২০২০ তে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলোর ক্যালেন্ডার’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বান্ধবী নাকফুল' (২০২৪)।

Post a Comment

যোগাযোগ ফর্ম